জামালপুর সংবাদদাতা : জামালপুরে ধারালো ছুরি দিয়ে হত্যা ও হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় লোকজন দ্য রিপোর্টকে জানিয়েছেন, সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি গমক্ষেতের পার্শ্বে ৩৫-৪০ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত ওই ব্যক্তির পরনে প্যান্ট, শার্ট, জেকেট ও গলায় মাফলার ছিল। তার দুই হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। দুর্বৃত্তরা তাকে অপহরণের পর পেটসহ শরীরের নানা স্থানে ছুরি বসিয়ে ও পায়ের রগ কেটে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে। এ সংবাদ লেখা পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দ্য রিপোর্টের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/শাহ/জানুয়ারি ৩০, ২০১৪)