দিরিপোর্ট২৪ প্রতিবেদক : মন্ত্রিসভা ফৌজদারি মামলায় বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময়ের সুযোগ রেখে ভারতের সঙ্গে করা ‘বহিঃসমর্পণ চুক্তিতে’ অণুসমর্থন দিয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ওই চুক্তিতে অণুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ভারতের মন্ত্রিসভা আগেই এ চুক্তিতে অণুসমর্থন দিয়েছে। এখন এর অনুলিপি হস্তান্তর হলেই চুক্তি কার্যকর হবে।

দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও সুশীল কুমার সিন্দে গত ২৮ জানুয়ারি ঢাকায় এই ‘বহিঃসমর্পণ চুক্তিতে’ স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে দুই দেশ এক বছরের বেশি মেয়াদের সাজাপ্রাপ্ত অপরাধীদের বিনিময় করতে পারবে। তবে রাজনৈতিক আশ্রয়প্রার্থী বা বন্দিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।তবে উভয় দেশই চাইলে ছয় মাসের নোটিশে চুক্তি বাতিল করতে পারবে।

(দিরিপোর্ট২৪/এএস/এমডি/অক্টোবর ০৭, ২০১৩)