দিরিপোর্ট২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়া দিল্লিতে একটি কারখানায় আগুন লেগে কমপক্ষে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই নারী। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে নিউ রনজিৎ নগর এলাকায় একটি ব্যাগ উৎপাদন কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছেন।

আগুন লাগার সময় বেশ কয়েকজন শ্রমিক কারখানার ভেতরের সংকীর্ণ জায়গায় আটকা পড়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দমকল বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই আগুন পুরো ভবনটিতে ছড়িয়ে পড়ে।

দমকল বাহিনীর সাতটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে দমকল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সূত্র: এনডিটিভি

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৩, ২০১৩)