চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার ক্যান্টনমেন্ট স্থায়ী পুলিশ ফাঁড়ির জন্য  চার শতক জমি (দুই গন্ডা) দান করেছেন স্থানীয় বাসিন্দা মো. আবুল কাসেম কোম্পানী।

রবিবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে জমির দলিলাদি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এতোদিন কোন নিজস্ব ঠিকানা ছিল না। আমাদের অনুরোধে দানশীল ব্যক্তি মো. আবুল কাসেম কোম্পানী স্থায়ী পুলিশ ফাঁড়ির জন্য ৬০ লাখ টাকা মূল্যের জায়গাটি দান করেছেন।

পুলিশের পক্ষে জায়গার নামজারি হয়ে গেলে এতে স্থায়ী ফাঁড়ির জন্য ভবন তৈরি করা হবে বলে জানান ওসি।

জমির দলিল হস্তান্তরের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (দক্ষিণ) পরিতোষ ঘোষ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এনআই/জানুয়ারি ১০, ২০১৬)