চিকিৎসাধীন মন্ত্রীর ভাতিজির মৃত্যু : ক্লিনিক ভাঙচুর
চট্টগ্রাম অফিস : ভুল চিকিৎসায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ভাতিজির মৃত্যুর অভিযোগে স্বজনরা চট্টগ্রামে একটি বেসরকারি ক্লিনিকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।
চট্টগ্রামের পাচঁলাইশের সার্জিস্কোপ নামে একটি ক্লিনিকে রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মেহেরুন্নেসা রীমা (২৬) নুরুল ইসলাম বিএসসি ছোট ভাই খায়রুল বাশারের মেয়ে ও অস্ট্রেলিয়া প্রবাসী আবদুল্লাহ আল মামুনের স্ত্রী।
জানা গেছে, সন্তান সম্ভবা রীমাকে রবিবার ভোরে সার্জিস্কোপে (ইউনিট-১) ভর্তি করা হলে তিনি একটি কন্যা সন্তান জন্ম দেন। এরপর তার অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে কর্তৃপক্ষ বিকেলে তাকে একই প্রতিষ্ঠানের ইউনিট-২ এ স্থানান্তর করেন। সেখানে তার পুনরায় অস্ত্রোপচার করা হলে ক্রমে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে রাত ৮টার দিকে মেহেরুন্নেসা রীমা মারা যান।
চিকিৎসকের ভুল চিকিৎসায় রীমার মৃত্যু হয়েছে এ অভিযোগ তুলে নিহত রীমার স্বজনরা ক্লিনিকটিতে ব্যাপক ভাঙচুর চালান ও কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেন। স্বজনদের হামলায় প্রতিষ্ঠানটির অভ্যর্থনা কক্ষের কম্পিউটার, টেলিফোন সিস্টেম, কাঁচ ও চেয়ার-টেবিল ভাঙচুরসহ অন্যান্য মালামালের ব্যাপক ক্ষতি হয়। পরে পাচঁলাইশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) গিয়াস উদ্দিন সার্জিস্কোপে ভাঙচুরের বিষয়টি স্বীকার করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে রাত ১২টা পর্যন্ত এ ব্যাপারে কোন পক্ষ মামলা করেননি। মামলা করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
এ ব্যাপারে বার বার ফোন করেও ক্লিনিক কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
(দ্য রিপোর্ট/আরএমএম/এনআই/জানুয়ারি ১১, ২০১৬)