দ্য রিপোর্ট প্রতিবেদক : মন্ত্রীসহ ৬ সংসদ সদস্যের সত্যায়িত হলফনামার ফটোকপি চেয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।

এই চিঠি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছে বৃহস্পতিবার পাঠানো হয়েছে। ইসি সচিবালয়ের উপসচিব মিহির সারোয়ার মোরশেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘দুর্নীতি দমন কমিশনের চাহিদা অনুসারে মন্ত্রীসহ ৬ সংসদ সদস্যের বাতিলকৃত হলফনামার দুই সেট সত্যায়িত কপি বিশেষ দূত মারফত ৩ ফেব্রুয়ারির (সোমবার) মধ্যে পাঠাতে অনুরোধ করা হলো।’

তারা হলেন, সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার আফম রুহুল হক, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, সংসদ সদস্য মো. আসলামুল হক, আবদুর রহমান বদি, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান ও সাবেক সংসদ সদস্য মো. আবদুল জব্বার।

(দ্য রিপোর্ট/এমএস/এমসি/এমডি/শাহ/জানুয়ারি ৩০, ২০১৪)