চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ৪৩ কনটেইনার পচনশীল পণ্য ধ্বংস করছে কাস্টমস নিলাম শাখা।

বন্দর, কাস্টমস, ব্যবসায়ী, আমদানিকারকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব কনটেইনারভর্তি পণ্য সোমবার দুপুর থেকে ধ্বংস করা শুরু হয়েছে।

বিভিন্ন দেশ থেকে এসব পণ্য আমদানি করার পর আমদানিকারকরা নানা কারণে তা খালাস না করায় কনটেইনারভর্তি এসব পণ্য এতদিন বন্দরে পড়েছিল।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, হিমায়িত কনটেইনারে আমদানি হওয়া এসব পণ্যের মধ্যে রয়েছে বিদেশি ফল, মাছ, আলু ও আদাসহ অন্যান্য দ্রব্য। এসব পণ্যের ওজন ৯০২ টন। চীনসহ বিভিন্ন দেশ থেকে ৪০ ফুট দীর্ঘ ৪২টি কনটেইনারে এবং ২০ ফুট দীর্ঘ একটি কনটেইনারে এসব পণ্য আমদানি হয়েছিল।

কাস্টমসের সহকারী কমিশনার মো. রহমত আলী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এসব পণ্য বহু আগেই নষ্ট হয়ে খাবার অনুপযোগী হয়ে গেছে। তাই তা ধ্বংস করে ফেলার সিদ্ধান্ত হয়।’

৪৩ কনটেইনারের সব পণ্য ধ্বংস করতে মঙ্গলবার পর্যন্ত সময় লাগবে বলে এ কর্মকর্তা জানান।

(দ্য রিপোর্ট/ জেএস/এসআর/এম/ জানুয়ারি ১১, ২০১৬)