দ্য রিপোর্ট প্রতিবেদক : ২০১৩ সালে সংসদে পাস হওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নিম্ন আদালতের বিচারকদের ‘বিশেষ সুবিধা’ দিয়ে দুদক আইনে করা সংশোধিত সংশ্লিষ্ট ধারাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার এক রুলের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

গত ২৫ নভেম্বর সংশোধিত দুদক আইনের ৩২(ক) ধারাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত। চার সপ্তাহের মধ্যে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছিল।

আজ ওই রুলের শুনানি শেষে আদালত ওই ধারাকে অবৈধ ঘোষণা করে রায় দেয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

তিনি বলেন, ৩২(ক) এর মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নিম্ন আদালতের বিচারকদের ‘বিশেষ সুবিধা’র কথা উল্লেখ রয়েছে।

এর আগে এ আইন বাতিলে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

(দ্য রিপোর্ট/এসএ/এমডি/শাহ/জানুয়ারি ৩০, ২০১৪)