চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের মীরসরাই উপজেলায় নিখোঁজের এক দিন পর আড়াই বছরের শিশু মো. তাহাদের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার মীরসরাই উপজেলার মায়ানি গ্রামে ঘটনাটি ঘটে।

মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের জান মিয়া ভূঁইয়ার বাড়ির পুকুরে তাহাদের লাশ পাওয়া যায়। তাহাদ একই এলাকার মোহাম্মদ আনোয়ারের ছেলে।

মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রবিবার দুপুর ২টায় বাড়িতে মায়ের সঙ্গে খেলছিল শিশু তাহাদ। হঠাৎ সে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো হদিস পাওয়া যায়নি।

বিষয়টি মীরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়াকে অবগত করা হয়। সোমবার নিখোঁজ শিশু তাহাদেরর লাশ নিজ বাড়ির পুকুরে ভেসে উঠলে স্বজনরা তা উদ্ধার করেন।

তাহাদের বাবা মোহাম্মদ আনোয়ারের অভিযোগ, লাশ দেখে পানিতে ডুবে মারা যাওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যার পর তার লাশ পুকুরে ভাসিয়ে দিয়েছে।

মীরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি।

(দ্য রিপোর্ট/জেএস/এমএআর/এম/জানুয়ারি ১১, ২০১৬)