চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি বাস ক্রয়ের জন্য ৩৩ লাখ ৩৫ হাজার টাকার একটি চেক দিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর হাতে রবিবার এ চেক তুলে দেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মকর্তার।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও ফটোগ্রাফি) ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

চেক প্রদান করায় উপাচার্য আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. সুলতান আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবদুল করিম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা, আলাওল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং জোনাল হেড মোহাম্মদ মুজিবুল কাদের, হাটহাজারী শাখার ম্যানেজার ও এফএভিপি মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম জোনের কর্মকর্তা মো. আলী নেওয়াজ এফএভিপি এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/জেএস/এমএআর/জানুয়ারি ১১, ২০১৬)