দ্য রিপোর্ট প্রতিবেদক : ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রয়কর্মী হিসেবে চাকরি করেন প্রসূন আজাদ। সাইকেল আরোহী এক যুবক তাকে দেখে প্রেমে পড়ে যায়। কিন্তু যুবকটি কিছু বলতে পারে না। এই ঘটনা ঘটেছে আপেল মাহমুদের রচনা ও পিকলু চৌধুরীর একটি নাটকে।

নাটকে দেখা যাবে, প্রতিদিন একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে সাইকেল পার্ক করে মালিহাকে দেখে রাতুল। ভেতরে যাবার সাহস পায় না। কেউ তার দিকে তাকালে লজ্জা পেয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে। ভাবটা এমন যে কিছু একটা করছে। তাকে নোটিশ করে আইনজীবী লতিফ সাহেব। তিনি তাকে মেয়েটির মুখোমুখি হতে বলেন। রাতুল চেষ্টা করে, ব্যর্থ হয়। একদিন মেয়েটিকে আর দেখে না। অস্থির হয়ে যায় সে। ঠিকানাও যোগাড় করতে পারে না। আর এ ভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

এ সম্পর্কে পিকলু চৌধুরী বলেন, ‘ভালবাসার গল্প এটি। গল্পের শেষে টুইস্ট আছে। নাটকের নাম এখনও চূড়ান্ত হয়নি। ‘আমি তুমি এবং’ অথবা ‘ভালবাসার ঘ্রাণ’-যে কোনো একটি হতে পারে।’

নাটকটিতে প্রসূন ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা ও মাহমুদুল ইসলাম মিঠু। একটি বেসরকারি চ্যানেলের জন্য নির্মিত হয়েছে এ নাটকটি।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/এএল/জানুয়ারি ৩০, ২০১৪)