চট্টগ্রামে আগুনে পুড়ল ৭ ব্যবসা প্রতিষ্ঠান
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। নগরীর আগ্রাবাদ ও জেলার পটিয়া উপজেলায় মঙ্গলবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অত্যন্ত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৬টার দিকে পটিয়া উপজেলার স্টেশন রোড এলাকায় কামালবাজারে আগুন লাগে। এতে অন্তত পাঁচটি সেমিপাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। খবর পেয়ে পটিয়া স্টেশনের দুইটি ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এদিকে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে আগুনে দুইটি সেমিপাকা দোকান পুড়ে গেছে। সকাল ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির জানান, বড়পোল এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।
(দ্য রিপোর্ট/এফএস/এনআই/জানুয়ারি ১২, ২০১৬)