সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার গাগরামারী ও পার্শেমারী এলাকায় অভিযান চালিয়ে ১৪ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে দেশে তৈরি ৭টি অস্ত্র ও ৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তাদেরকে আটক করা হয়।

কোস্টগার্ডের অপারেশন অফিসার আতিকুর রহমান জানান, শ্যামনগর উপজেলার গাগরামারী ও পার্শেমারী এলাকা থেকে ১৪ জলদস্যুকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশে তৈরি ৪টি রাম দা, ২টি ছোরা, ১টি চাপাতি , ১টি বল্লম ও ৫টি হাতবোমা উদ্ধার করা হয়।

আটকদের নাম ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের সংখ্যা ১৪ জন। তাদেরকে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে জানা গেছে।

শ্যামনগর থানার (ওসি) সাগীর মিয়া জানান, শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের একটি চিংড়ি ঘের দখল করার জন্য জলদস্যুরা ওই এলাকায় আসছিল। এ সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড তাদেরকে আটক করে।

(দ্য রিপোর্ট/এমআর/ইইউ/আরকে/এমডি/জানুয়ারি ৩০, ২০১৪)