‘শিশুদের শিল্পচর্চার সুযোগ দিতে হবে’
চট্টগ্রাম অফিস : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ‘অভিভাবকরা শিশুদের ক্রমেই গণ্ডিবদ্ধ করে ফেলছেন, যা শিশুদের মেধা বিকাশে প্রভাব ফেলছে। তাদেরকে পড়ালেখার পাশাপাশি শিল্পচর্চার সুযোগ করে দিতে হবে।’
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস জিমনেসিয়ামে বুধবার বিকেলে সপ্তাহব্যাপী চট্টগ্রাম বইমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বইমেলার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘শিশুদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি খ্যাতনামা লেখকদের কবিতা, প্রবন্ধ, সায়েন্স ফিকশনসহ বিভিন্ন গল্পের বইয়ের পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। পাড়া-মহল্লায় শিশুদের জন্য লাইব্রেরি স্থাপন করতে গবে। সবকিছু করা সরকারের পক্ষে সম্ভব নয়, কিছু বিষয় নিজেদের উদ্যোগে করে নিতে হবে।’
তিনি বলেন, ‘জ্ঞান আয়ত্ত করতে হয়, অর্জন করতে হয়। ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে শুধু বক্তৃতা বিবৃতিতে সীমাবদ্ধ থাকলে হবে না। সন্তানদের হাতে বই তুলে দিতে হবে। বই বড় সমাধান, সহজ সমাধান। তাদের বই পড়ে শোনাতে হবে। পাঠ্যাভ্যাস গড়ে তুলতে হবে। তাদের বই পড়াবো, পড়ার সুযোগ করে দেবো-এ মানসিকতা গড়ে তুলতে হবে।’
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মঞ্জুরুর রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আখতারুজ্জামান, কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক প্রমুখ।
১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে বইমেলা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা এবং ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এতে মোট ৪৫টি স্টল রয়েছে।
(দ্য রিপোর্ট/জেএস/এপি/এম/জানুয়ারি ১৩, ২০১৬)