চবিতে অস্ত্র মামলায় ছাত্রলীগকর্মী গ্রেফতার
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অস্ত্র মামলায় মো. আবু তাহের মামুন ওরফে টেরা মামুন নামের এক ছাত্রলীগকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট এলাকায় তার বাড়ি থেকে বুধবার বিকেল ৪টার দিকে তাকে হাটহাজারী মডেল থানা পুলিশ গ্রেফতার করে।
মামুন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মামুন চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বির অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। তার বাবা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রেরণ শাখার কর্মচারী আবুল হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৫ সালের ২ নভেম্বর ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় শাহ আমানত হলের অস্ত্র মামলার এক নম্বর আসামি মামুনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বাড়ি থেকে তিনটি মোবাইল ও ওয়াইফাইয়ের যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
২০১৫ সালের ২ নভেম্বর ভর্তি পরীক্ষার সময় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩ নভেম্বর পুলিশ বাদী হয়ে ছাত্রলীগের ১০ জন নেতা-কর্মীকে আসামি করে একটি অস্ত্র মামলা দায়ের করে।
(দ্য রিপোর্ট/জেএস/এপি/এম/জানুয়ারি ১৩, ২০১৬)