চট্টগ্রাম অফিস : নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিশ্ব বাণিজ্যে ৯০ শতাংশ সম্পন্ন হয় সমুদ্র পথে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সার্বিক উন্নয়নের স্বার্থে নৌ-বাণিজ্য খাতের উন্নয়নের আরও বেশি গুরুত্বারোপ করা হবে।’

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেরিন একাডেমীর ৫০তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, ‘আন্তর্জাতিক নৌ-বাণিজ্য খাতে বাংলাদেশি ক্যাডেটদের যথেষ্ট সুনাম আছে। এই সুনাম আরও বৃদ্ধির জন্য মেরিন একাডেমীর ক্যাডেটরা কাজ করবে।’

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে জাহাজ রফতানি শুরু করেছি। আমাদের কয়েকটি প্রতিষ্ঠান জাহাজ রফতানি করে সুনাম অর্জন করেছে, এই সুনাম ধরে রাখতে হবে।’

মন্ত্রী বলেন, ‘নৌ-বাণিজ্য খাতের দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মেরিন একাডেমীতে ক্যাডেটদের আধুনিক প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে, এই সুবিধা কাজে লাগিয়ে বিশ্বে বাংলাদেশ নৌ-খাতের দক্ষ জনশক্তি সরবরাহকারী হিসেবে নিজকে প্রমাণ করতে পারবে।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে ১৯৫ জন পাক সেনা আন্তর্জাতিক যুদ্ধাপরাধে জড়িত ছিল। সেই যুদ্ধাপরাধীদের বিচার করবে বলে পাকিস্তান তাদের ফিরিয়ে নিয়েছিল। কিন্তু পাকিস্তান তাদের বিচার করেনি। পাকিস্তান কথা রাখেনি।’

চট্টগ্রাম মেরিন একাডেমীর এবারের কুচকাওয়াজের মধ্য দিয়ে ১৯১ জন ক্যাডেট তাদের দুই বছরের শিক্ষা জীবন সমাপ্ত করলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য ১১ জন ক্যাডেটকে পুরষ্কৃত করা হয়।

অনুষ্ঠানে নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, মেরিন একাডেমীর কমান্ডেন্ট ড. সাজিদ হোসেনসহ একাডেমীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিকেলে নৌমন্ত্রীর চট্টগ্রাম বন্দরের ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন করার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/এসবি/এইচ/জানুয়ারি ১৪, ২০১৬)