চট্টগ্রাম অফিস : নতুন পে-স্কেল অনুযায়ী বেতন না পাওয়ায় চট্টগ্রামে কর্মবিরতি শুরু করেছে বেসরকারি চট্টগ্রাম মডেল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। মহানগরীর খুলশীর এই শিক্ষাপ্রতিষ্ঠানে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতির কারণে ক্লাস এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, সরকারি বিধি মোতাবেক পরিচালিত এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, সদ্যবিদায়ী বিভাগীয় কমিশনার চট্টগ্রাম মডেল স্কুল এ্যান্ড কলেজের সকল শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা অনুমোদন দিয়ে গেলেও বর্তমান অধ্যক্ষের কারসাজিতে শিক্ষকরা বেতন-ভাতা পাচ্ছেন না।

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আয়নাল হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু বক্কর মজুমদার ডিসেম্বর মাসের বেতন-ভাতা আটকে দিয়েছে। তাই শিক্ষকরা যৌক্তিক কারণে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল অনুমোদন পাওয়ার পরও অধ্যক্ষ আবু বক্কর মজুমদার শিক্ষকদের বেতন-ভাতা আটকে দিয়ে শিক্ষকদের বেকায়দায় ফেলে দিয়েছেন। এতে শিক্ষকরা তাদের বেতন-ভাতা না পাওয়াতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে।’

তিনি আরও বলেন, চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে সকল শিক্ষক-কর্মচারীরা ছাত্রদের পাঠদান থেকে অনির্দিষ্টকালের জন্য বিরত থাকবে। যত দিন পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতা প্রদান করা না হবে তত দিন শিক্ষকরা এই আন্দোলন চালিয়ে যাবেন।

(দ্য রিপোর্ট/জেএস/এপি/এম/জানুয়ারি ১৪, ২০১৬)