তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রে ১২ জনের মৃত্যু
দ্য রিপোর্ট ডেস্ক : মাত্র তিন ইঞ্চি তুষারপাতেই যুক্তরাষ্ট্রে উষ্ণ আবহাওয়ার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে আটকে গেছে বিপুল সংখ্যক মানুষ। বিভিন্ন এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। পূর্বাভাস পাওয়ার পরও কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন না করায় এমন অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
জর্জিয়া আর আলবামা এলাকায় মঙ্গলবার প্রায় এক হাজার শিক্ষার্থী স্কুলের জিমে রাত কাটিয়েছে। আর বাড়ির পথে যাত্রা করা শিক্ষার্থীদের প্রায় ১০০ জন আটলান্টা এলাকায় স্কুলবাসে আটকা পড়ে। ছাত্রদের মঙ্গলবার দুপুরেই বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। তখন সবে তুষার পড়তে আরম্ভ করেছিল, তারপরে রাস্তায় নেমে এই হয়রানির শিকার হয় তারা।
জর্জিয়ার গভর্নর নাথান ডিল জানান, আটলান্টার শিক্ষার্থীদের সকলে বুধবার রাতেই তাদের পরিবারের কাছে ফিরেছে।
জনাব ডিল বুধবার সকালে জানান আটকে পড়া স্কুলবাস উদ্ধারে সেনা সদস্যদের পাঠানো হয়েছে। তারা আটকে পড়া ব্যক্তিদের খাবার আর পানীয়ও সরবরাহ করবে।
আটকে যাওয়া গাড়ির অনেক যাত্রীই আশপাশের চার্চ আর ফায়ার স্টেশনে আশ্রয় নিয়েছে।
রাস্তার যানজট এতটাই তীব্র হয়েছে যে নিরূপায় হয়ে সেখানেই সন্তানের জন্ম দেন এক পুলিশ অফিসার।
দক্ষিণ ক্যারোলিনার পুলিশ জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় প্রায় ৮০০ দুর্ঘটনা ঘটেছে তুষারপাতের কারণে। আমেরিকার অনেক জায়গাতেই বুধবার তাপমাত্রা মাইনাস ৩৪ ডিগ্রী সেলসিয়াসের নিচে ছিল। (সূত্র: বিবিসি)
(দ্য রিপোর্ট/আরজে/এমডি/সা/জানুয়ারি ৩০, ২০১৪)