ফেব্রুয়ারি জুড়ে গানের আয়োজন
দ্য রিপোর্ট প্রতিবেদক : ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের গুলশান কার্যালয়ে প্রতি শুক্র ও শনিবার সাড়ে ছয়টায় বসে সঙ্গীতের আসর। আর এই আসরে টিকেট ছাড়াই গান শুনতে পারেন দর্শকশ্রোতারা। স্টুডিও অডিটোরিয়ামের আদলে গড়া এই মিলনায়তনে পুরো ফেব্রুয়ারি জুড়েই থাকছেন সাংস্কৃতিক অঙ্গনের রথি-মহারথিরা। গুলশান-১ এর ২৪ নম্বর রোডের ৩৫ নম্বর বাড়িতে বসছে এই আসর। মাসব্যাপী অনুষ্ঠান সূচিতে রয়েছে :
১ ফেব্রুয়ারি (শনিবার) : ইন্দ্রমোহন রাজবংশীর লোক সঙ্গীত
৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) : ক্রিয়েটিভ মেডিটেশন ফাউন্ডেশনের ‘শান্তির জন্য ক্রিয়েটিভ মেডিটেশন’
৭ ফেব্রুয়ারি (শুক্রবার) : ইফফাত আরা নার্গিসের নজরুল গীতি
৮ ফেব্রুয়ারি (শনিবার) : মিস সেমন্তি মনজারির রবীন্দ্রসঙ্গীত
১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) : তাহসান খান এ্যান্ড সুফি’স সঙ্গীত সন্ধ্যা
১৫ ফেব্রুয়ারি (শনিবার) : অর্ণব এ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গীত সন্ধ্যা
২১ ফেব্রুয়ারি (শুক্রবার) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়ন্ত চট্টোপাধ্যায়, ডালিয়া আহমেদ ও রানা ঠাকুরের বিশেষ আবৃত্তি সন্ধ্যা ‘আমি তোমায় ভালবাসি’
২২ ফেব্রুয়ারি (শনিবার) : কিরণ চন্দ্র রায়ের লোক সঙ্গীত
২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) : রাজরূপা চৌধুরীর সরোদ বাদন
(দ্য রিপোর্ট/আইএফ/এইচএসএম/এএইচ/জানুয়ারি ৩০, ২০১৪)