মাহমুদউল্লাহ
শৈলেন
এই আমাদের প্রিয় মানুষ
নামখানা তা শৈলেন,
পদ্য-ছড়া লিখতে গিয়ে
কত কষ্ট সইলেন।
মফস্বলের চাকরি ছেড়ে
ঢাকায় এসে রইলেন,
পরিবারের লোকেরা তাই
কত কথা কইলেন।
অবশেষে সত্যি তিনি
ছড়াকার এক হইলেন,
গণ্যমান্য মানুষ তাকে
বরণ করে লইলেন।
এই আমাদের প্রিয় মানুষ
নামখানা তা শৈলেন,
পদ্য-ছড়া লিখতে গিয়ে
কত কষ্ট সইলেন।
মফস্বলের চাকরি ছেড়ে
ঢাকায় এসে রইলেন,
পরিবারের লোকেরা তাই
কত কথা কইলেন।
অবশেষে সত্যি তিনি
ছড়াকার এক হইলেন,
গণ্যমান্য মানুষ তাকে
বরণ করে লইলেন।