জাতীয় স্কুল হকি শনিবার শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক :‘শৈশব দুরন্ত হকিতে আনন্দ’-এবারের জাতীয় স্কুল হকির থিম সং। শনিবার আসরের উদ্বোধনী অনুষ্ঠানে থিম সং পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল। প্রতিযোগিতার উদ্বোধন করবেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট লিয়েন্দ্রো নেগ্রে।
উদ্বোধনী অনুষ্ঠানে থিম সংয়ের পাশাপাশি মনোরম ডিসপ্লেতে অংশ নেবেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীরা। ডিসপ্লেতে তুলে ধরা হবে দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য- বৃহস্পতিবার প্রতিযোগিতা সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ।
জাতীয় স্কুল হকির পৃষ্ঠপোষকতা করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তাই প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি নামে। ঢাকাসহ দেশের ৬৪ জেলার মোট ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে ১০২টি স্কুল। সেরা ২৯টি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/এএইচ/জানুয়ারি ৩০, ২০১৪)