চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ট্রাকভর্তি ২ হাজার ১শ’ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-৭। উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোরে তাদের আটক করা হয়।  আটকরা হলো- চালকের সহযোগী মো. খোকন (২৮) ও হেলপার মো. মোস্তাফিজ (২১)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. আমিরউল্লাহ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ‘র‌্যাব গোপন সংবাদে জানতে পারে, কুমিল্লা থেকে একটি ট্রাক বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। এরপর র‌্যাব-৭ কর্মকর্তা মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল সীতাকুণ্ডে মাদামবিবির হাটস্থ কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি-সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকটির অবস্থান শনাক্ত করে ট্রাকটি আটক করে। চট্ট-মেট্রো-ট-৪৯৩৯ নম্বরের ট্রাকটিতে তল্লাশি করে ২ হাজার ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ট্রাকের ভিতরে থাকা চালকের সহযোগী মো. খোকন ও হেলপার মো. মোস্তাফিজকে আটক করা হয়। আটক দুজনের বাড়ি যথাক্রমে গাজীপুর ও কুমিল্লা চৌদ্দগ্রামে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

(দ্য রিপোর্ট/এআরই/এপি/এম/জানুয়ারি ১৬, ২০১৬)