সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা আশাশুনি উপজেলার মহেশ্বরকাটিতে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের আবু বক্করের ছেলে।

আশাশনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/জেএম/এএইচ/জানুয়ারি ৩০, ২০১৪)