দ্য রিপোর্ট ডেস্ক : প্রায় একমাস জুড়ে নানা কাণ্ড ঘটিয়ে সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম হয়েছেন ১৯ বছর বয়সী তরুণ পপ গায়ক জাস্টিন বিবার। বাকি ছিল এ তাজা খবরটি। কন্টাক্ট মিউজিকের সূত্র মতে জানা যায়, আইন এবার কারাগারে বিবারকে পিটানোর নির্দেশ দিয়েছে। এটা বিবারের ভক্তদের জন্য সত্যিই দুঃখজনক।

গত মাসে লিমুনিজ চালককে লাঞ্ছিত করার মামলায়  বুধবার টরেন্টো পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বিবার। বৃহস্পতিবার তাকে টরেন্টোর ৫২ ডিভিশন পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় এবং তাকে আইনগতভাবে পিটানোর নির্দেশ দেওয়া হয়।

এ ঘটনার মাত্র এক সপ্তাহ আগে ‘বিউটি এ্যান্ড অ্যা বিট’ হিটমেকার কানাডার মিয়ামি বিজে নেশাকৃত অবস্থায় গাড়ি চালানো ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে গ্রেফতার হন। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।

সূত্র মতে জানা যায়, আত্মসমর্পণ করলেও বিবারের মধ্যে কোন ধরনের অনুশোচনা লক্ষ্য করা যায়নি।

জানা যায়, আসছে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস দিবসে তাকে আদালতে জিঙ্গাসাবাদের জন্য ডাকা হয়েছে তবে সে দিন বিবার উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

(দ্য রিপোর্ট/পিআর/আরকে/জানুয়ারি ৩০,২০১৪)