দ্য রিপোর্ট ডেস্ক : শুরু হতে যাচ্ছে ‘মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (এমআইএফএফ ২০১৪)’। আগামী সোমবার শুরু হওয়া এই ফেস্টিভ্যাল চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মুম্বাইয়ের এনসিপিএ-তে। খবর বলিউড লাইফ ডটকম ও ওয়ান ইন্ডিয়ার।

জানা গেছে, বিশ্বে ‘‌নন-ফিচার’ ও ‘অ্যানিমেশন’ ফিল্মের সবচেয়ে বড় ও পুরনো আসর এটি। ফেস্টিভ্যালে ‌‘নতুন ভাবনা’ ও ‌‘জনপ্রিয় ফিল্ম’ ক্যাটগরিতে পুরস্কার প্রদান করা হবে।

এ ছাড়াও বিভিন্ন ক্যাটগরিতে সবমিলিয়ে থাকবে ৩২টির মতো পুরস্কার। বিজয়ীরা পুরস্কারে পাচ্ছেন নগদ ৫৫ লাখ রুপি, স্বর্ণের ক্রেস্ট, সার্টিফিকেট ইত্যাদি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেস্টিভ্যালে প্রদর্শন করা ফিল্মগুলোকে এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এআর/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)