চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ৪০ নম্বর ওয়ার্ডে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৩টা থেকে রবিবার সকাল ৭টার মধ্যে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার ভোর ৫টায় উত্তর পতেঙ্গার স্টিল মিল বাজার-সংলগ্ন (সাইলো জেটির পার্শ্বে) সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেকের বাড়িতে আগুন লাগে। শনিবার রাতে একটি গায়ে হলুদের অনুষ্ঠান ছিল ওই বাড়িতে। ভোরে অনুষ্ঠান শেষে সাজসজ্জার জন্য লাগানো বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয় বলে বাড়ির মালিক জানান।

খবর পেয়ে পতেঙ্গা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে কাসেম, মুন্সি মিয়া, জুয়েল, বাহাদুর, শুক্কুর সওদাগর, মো. হোসেন, নাছির ও জাহেদুলের মালিকানাধীন ৮টি ঘরের ১৬টি কক্ষ পুড়ে যায়। ঘরের যাবতীয় মালামাল ভস্মীভূত হয়। এতে অন্তত ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে রাত ৩টার দিকে একই ওয়ার্ডের পতেঙ্গা বেড়িবাঁধ (ইপিজেড ৮নং সেক্টরের পার্শ্বে) অপর এক অগ্নিকাণ্ডে দুই কক্ষবিশিষ্ট একটি বসতঘর পুড়ে যায়।

এছাড়া, ফায়ার সার্ভিস আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, পতেঙ্গা এলাকায় দুটি অগ্নিকাণ্ডে ৭ ব্যক্তির মালিকানাধীন ৭টি কাঁচা-পাকা বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট ও রান্নার চুলা থেকে দুটি আগুনের ঘটনা ঘটেছে বলে জানান নজরুল ইসলাম। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

(দ্য রিপার্ট/একেএ/এসবি/এম/জানুয়ারি ১৭, ২০১৬)