চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। নগরীর বাকলিয়া থানার বগারবিল এলাকায় রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে ওই শ্রমিকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বগারবিল এলাকা থেকে আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে নিয়ে আসা লোকজন জানিয়েছেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় হঠাৎ তিনি নিচে পড়ে যান। তারা ওই শ্রমিকের পরিচয় জানাতে পারেননি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এমএআর/এম/জানুয়ারি ১৭, ২০১৬)