সাতক্ষীরায় সাংবাদিককে কুপিয়ে জখম
সাতক্ষীরা সংবাদদাতা : ‘দৈনিক জন্মভূমি’ পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আবু হাবিবকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় দায়ের করা মামলায় ১৮ দলের নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়েছে।
শনিবার রাতে আবু হাবিবের ভাই আবু মাসুম বাদি হয়ে ১০১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১১০০ জনের নামে মামলা করেন।
মামলার সূত্রে জানা যায়, ১৮ দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতালের অংশ হিসেবে ২৯ অক্টোবর সকাল ৯টায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা সদরের সামাদ স্মৃতিসংঘের মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ১৮ দলের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থান নেয়। দুপুর ২টার দিকে সমাবেশ থেকে ফেরার পথে তারা ফুলতলা মোড়ে বাস মিনিবাস মালিক সমিতির অফিসটি ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ দৃশ্য ক্যামেরায় ধারণ করতে যেয়ে সাংবাদিক আবু হাবিবকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এ সময় ছিনতাই করা হয় তার ভিডিও ক্যামেরা, দুটি মোবাইল ও নগদ টাকা। তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আক্তারুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
(দিরিপোর্ট২৪/এফএস/জেএম/নভেম্বর ০৩, ২০১৩)