প্রহরীকে বেঁধে প্রাইভেটকারের যন্ত্রাংশ চুরি
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ‘বি’ ব্লকের একটি বাড়িতে দুই নৈশপ্রহরীকে বেঁধে রেখে দুর্বৃত্তরা দুটি প্রাইভেটকার থেকে অন্তত ১৪ লাখ টাকার যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। রবিবার গভীর রাতে ‘বি’ ব্লকের ১৩ নম্বর সড়কের ৩১৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
দুটি গাড়ির মধ্যে প্রিমিয়ো গাড়ির মালিক হচ্ছেন গার্মেন্টস ব্যবসায়ী জাহিদ হোসেন সিদ্দিকী। অপর এলিয়ন গাড়ির মালিক চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মোহাম্মদ সাহেদ।
ব্যবসায়ী জাহিদ হোসেন সিদ্দিকী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ছয় তলা ভবনের নিচে ৪টি প্রাইভেটকার রাখা ছিল। রাত ২টা থেকে আড়াইটার মধ্যে কয়েকজন ডাকাত বাড়ির দু’জন দারোয়ান মো. ইব্রাহিম ও মেহের আলীকে বেঁধে রাখে। এরপর ভবনের নিচতলার গ্যারেজে রাখা চারটি গাড়ির মধ্যে একটি এলিয়ন ও একটি প্রিমিয়ো গাড়ির সব যন্ত্রাংশ নিয়ে যায়।
অপর গাড়ির মালিক যুবদল নেতা মোহাম্মদ সাহেদ জানান, ডাকাত দল দুটি গাড়ি থেকে অন্তত ১৪ লাখ টাকার যন্ত্রাংশ নিয়ে গেছে।
এ ব্যাপারে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান কবীর দ্য রিপোর্টকে বলেন, ‘চোরের দল দুটি গাড়ির পার্টস খুলে নিয়ে গেছে শুনেছি। এ ব্যাপারে মালিকপক্ষ মামলা করতে এসেছে। তারা মামলা লিখে গেছে। আমরা তদন্ত করছি।’
(দ্য রিপোর্ট/জেএস/এপি/সা/জানুয়ারি ১৭, ২০১৬)