বাংলা একাডেমি পদক ২০১৩ ঘোষণা
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলা একাডেমি পদক ২০১৩ ঘোষণা করা হয়েছে। কবিতা, প্রবন্ধ, কথাসাহিত্য, গবেষণা, অনুবাদ, বিজ্ঞান ও প্রযুক্তি, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী, শিশুসাহিত্যসহ মোট ৯টি বিষয়ে ১১ জনকে বাংলা একাডেমি পদক প্রদান করা হবে। গেল বছরের মতো এবারও নাটকে কেউ পুরস্কার পায়নি।
বৃহস্পতিবার দুপুরে একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৪’ উদ্বোধন করে আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেবেন।
পদকপ্রাপ্তরা হলেন- কবিতায় হেলাল হাফিজ, প্রবন্ধে মফিদুল হক, কথাসাহিত্যে পূরবী বসু, গবেষণায় জামিল চৌধুরী ও প্রবাংশু ত্রিপুরা, অনুবাদে কায়সার হক, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক শহিদুল ইসলাম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে হারুন হাবীব, স্মৃতিকথা ও ভ্রমণ কাহিনীতে মাহফুজুর রহমান, শিশু সাহিত্যে কাইজার চৌধুরী ও আসলাম সানী।
(দ্য রিপোর্ট/এমএ/জেএম/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)