চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বন্দরে কোকেন আমদানির ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ও কোকেন আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদকে তিন দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব। রবিবার বিকেলে নূর মোহাম্মদকে আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ড চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রহমত আলী রিমান্ড মঞ্জুর করে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মুত্তাকী ইবনু মিনান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদকে গ্রেফতারের পর গত শুক্রবার তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী।

এর আগে র‌্যাব অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নূর মোহাম্মদকে গত শুক্রবার গ্রেফতার করে ওইদিন সন্ধ্যায় আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল। সেদিন আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে রবিবার শুনানির দিন ধার্য করে।

প্রসঙ্গত, সিএমপি পুলিশের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ জুন রাতে কাস্টমস কর্মকর্তারা চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনারে করে তরল কোকেন সন্দেহে বন্দরে কন্টেইনারটি সিলগালা করে রাখে। ৮ জুন এটি খুলে ১০৭টি ড্রামের প্রতিটিতে ১৮৫ কেজি করে সানফ্লাওয়ার তেল পাওয়া যায়। তেলের নমুনা প্রাথমিক পরীক্ষা করে কোকেনের অস্তিত্ব পাওয়া না গেলে পরে উন্নত ল্যাবে কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৭ জুন শুল্ক গোয়েন্দা অধিদফতর জানায়, কেমিক্যাল পরীক্ষায় একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে।

(দ্য রিপোর্ট/এপি/সা/জানুয়ারি ১৭, ২০১৬)