দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার সরকার ‘উদ্দেশ্যপ্রণোদিত ও অবৈধভাবে’ দেশটির হাজার হাজার বাড়ি-ঘর ধ্বংস করেছে বলে অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। খবর বিবিসির।

স্যাটেলাইটের মাধ্যমে তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে, ২০১২ ও ২০১৩ সালে দামেস্ক ও হামার বিরোধী শিবিরে বিস্ফোরক ও বুলডোজারের মাধ্যমে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় আসাদ সরকার।

স্বেচ্ছাচার চালিয়ে বেসামরিক নাগরিকদের সম্পদ ধ্বংস ও সমষ্টিগত শাস্তি প্রদান যুদ্ধাপরাধের শামিল বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেনেভায় দেশটির সরকার ও বিরোধী দলের মধ্যে শান্তি আলোচনা চলার সময় এ প্রতিবেদন প্রকাশ করা হল।

এদিকে বুধবার শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমি জানিয়েছেন, আলোচনায় আর কোনো উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা নেই। তবে উভয় পক্ষের মধ্যে বরফ গলতে শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, শুক্রবার জেনেভা-২ আলোচনাটি সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজে/এসকে/সা/জানুয়ারি ৩০,২০১৪)