দিরিপোর্ট২৪ ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলে শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে সংঘাতে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলের দাম্মাদ শহরে শিয়া মুসলিম মতাদর্শের হোউথিস গোষ্ঠী সুন্নি মতাদর্শের সালাফিদের ওপর হামলা চালালে বুধবার এ সংঘাত শুরু হয়।

সংঘাত মোবাবেলায় সরকার একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। সেনাবাহিনী শুক্রবার বিকেল থেকে সেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দাবি করলেও সুন্নি মুসলমানদের একজন মুখপাত্র জানান, শনিবারও সেখানে সংঘাত অব্যাহত ছিল। সেখানে রকেট হামলা ও ট্যাংক থেকে গুলিবর্ষণে ৫৫ জন সুন্নি মুসলিম নিহত হয়েছেন বলেও জানান তিনি।

লড়াইরত দুইদলের মধ্যে যুদ্ধবিরতি আনার জন্য প্রেসিডেন্টাল কমিটির প্রধান ইয়েহিয়া আবুয়েসবাকেস দায়িত্ব দেয়া হয়েছে। রবিবারের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে বলে জানান তিনি। সূত্র: আলজাজিরা।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৩, ২০১৩)