চট্টগ্রামে ব্যবসায়ী হত্যায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে মনসুর আহম্মদ খান নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে আদালত দুই ভাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মুহিতুল হক এনাম চৌধুরী মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
দুই ভাই হলেন— জেলার চন্দনাইশ উপজেলার মধ্যম বাইনজুরি গ্রামের বাসিন্দা মোহাম্মদ শহিদ ও হেশাম উদ্দিন। দু’জনই পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আইয়ূব খান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, চন্দনাইশের মধ্যম বাইনজুরি গ্রামে সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে ২০১০ সালে ৭ মার্চ রাতে ব্যবসায়ী মনসুর আহম্মদ খানকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই হারেজ খান পরদিন চন্দনাইশ থানায় আটজনকে আসামি করে একটি মামলা করেন। পরে মামলার তদন্ত করে সিআইডি। ২০১২ সালের ১০ এপ্রিল সিআইডির তদন্ত কর্মকর্তা আটজনকেই অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। ঘটনার পর থেকে পালাতক রয়েছেন অভিযুক্ত দুই ভাইসহ বেশ কয়েকজন আসামি।
মামলা চলা অবস্থায় আদালতে ২৬ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ হয়। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত দুই ভাইকে মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদের খালাস দেন।
(দ্য রিপোর্ট/এফএস/এনডিএস/এনআই/জানুয়ারি ১৯, ২০১৬)