সিরাজগঞ্জে ছাত্রদল নেতা গ্রেফতার
সিরাজগঞ্জ সংবাদদাতা : জেলার উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ঝিকিড়া এলাকা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাকে গ্রেফতার করা হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, শাহাদতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
(দ্য রিপোর্ট/আরএ/এমএইচও/এমএআর/সা/জানুয়ারি ৩০, ২০১৪)