নারায়ণগঞ্জে ‘বন্ধন’ পরিবহন দখল নিয়ে সংঘর্ষ
নারায়ণগঞ্জ সংবাদদাতা : ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা ‘বন্ধন’ পরিবহন দখলের জন্য দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় পাঁচজন আহত হন। তারা হলেন- বন্ধন পরিবহনের পরিচালক রুহুল আমিন, আবদুর রশিদসহ পাঁচজন। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের দ্য রিপোর্টকে জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। সকাল ১১টায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তাদের বলা হয়েছে, যৌক্তিক ও নিয়ম অনুযায়ী সব কিছু করতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ নেতা ইব্রাহিম চেঙ্গিসের পক্ষে পরিবহন নেতা আইউব আলী, জিলানীসহ আরও অনেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জড়ো হয়। সকাল ১১টায় তারা বন্ধন পরিবহনের অফিসে হামলার চেষ্টা করে। তাদের বাধা দেয় বর্তমানে বন্ধন পরিবহনের দখলে থাকা বিএনপি নেতা মাহাবুব উল্লাহ তপনের লোকজন।
(দ্য রিপোর্ট/এমএম/এমএইচও/সা/জানুয়ারি ৩০, ২০১৪)