গলাচিপায় মহিলার মৃতদেহ উদ্ধার
পটুয়াখালী সংবাদদাতা : জেলার গলাচিপার গজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইছাদী গ্রামে অজ্ঞাত পরিচয় (৩৭) এক মহিলার মৃতদেহ বৃহস্পতিবার সকাল ১০টায় উদ্ধার করেছে পুলিশ।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে উপজেলার গজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইছাদী গ্রামের খাল পাড়ে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠোনো হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ওসি।
(দ্য রিপোর্ট/বিডি/এমএইচও/এমএআর/সা/জানুয়ারি ৩০, ২০১৪)