মিলন মেলায় পরিণত হয়েছে বাণিজ্য মেলা
দ্য রিপোর্ট প্রতিবেদক : মানুষের মিলন কেন্দ্রে পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছেলে-বুড়ো থেকে সব বয়সী নারী-পুরুষের আড্ডায় জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। তবে মেলায় স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও তরুণ-তরুণীদেরই বেশি দেখা গেছে। বৃহস্পতিবার দুপুরে মেলা ঘুরে মেলার এ দৃশ্য দেখা গেছে।
মেলা প্রাঙ্গণে চিত্তবিনোদনের বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। যার মধ্যে টয় ট্রেন, থ্রি-ডি মুভি ও ফ্যাস্টাসি পার্কে দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। মেলায় অবস্থিত কৃত্রিম ইকো পার্কে দেখা গেছে, যুগলরা পার্কটি বেশ উপভোগ করছেন। অনেককে আবার পার্কের মধ্যে শিশুদের ছেড়ে দিয়ে চুটিয়ে আড্ডা দিতে দেখা গেছে। আর শিশুদেরও পার্কের মধ্যে হারানো রাজত্ব ফিরে পাওয়ার মতো আনন্দে হারিয়ে যেতে দেখা গেছে।
রাজধানীর পুরান ঢাকা থেকে এসেছেন বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী পার্থ সিংহ, দুর্জয় কর ও ইমরান হোসেন। তারা জানালেন, কলেজের মোট ১২ জন সহপাঠী এক সঙ্গে এসেছেন মেলায়।
মেলায় এসে কী কিনলেন জিজ্ঞেস করতে পার্থ সিংহ জানালেন, লেখাপড়ার চাপে রিফ্রেশমেন্টের খুব একটা সুযোগ হয় না, তাই মেলায় আসা। তবে কেনার মতো কিছু সাধ্যের মধ্যে পাওয়া গেলে কিনব। তিনি জানান, মেলায় জিনিসের দাম একটু বেশি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় ভিড় বাড়তে দেখা গেছে। তবে ব্যবসায়ীরা জানালেন, মেলায় তেমন বেচা-বিক্রি নেই। অবশ্য ভারতীয় ও ইরানি স্টলগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ভিড় দেখা গেছে মেলার ভেতরে বিভিন্ন হকারদের দোকানেও। সেখান থেকে বিভিন্ন প্রয়োজনীয় পণ্য কিনছেন ক্রেতারা।
মেলার ১০৩ নম্বর স্টলের উদয় হ্যান্ডিক্র্যাফটের সোহেল জানালেন, বিক্রি তেমন নেই। ছুটির দিন না হওয়ার মানুষ দোকানে কম আসছেন। যা মানুষ এসেছে তার মধ্যে বেশিরভাগ ঘুরতেই এসেছেন।
একই সুরে কথা বললেন ১০৯ নম্বর স্টল কারুশিল্পের শহীদ ইসলাম। তিনি বলেন, আগে যা বিক্রি করেছি তার চেয়ে বিক্রি অনেক কম। মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এএইচএস/জেএম/সা/জানুয়ারি ৩০, ২০১৪)