দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. অন্তর (২০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। গুলিস্তানের অলিম্পিক ভবনের সামনে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।

অন্তর মুগদার মদিনাবাগ খালপাড় মসজিদ সংলগ্ন এক বাসায় বসবাস করতেন। তিনি মুগদাতে একটি রেফ্রিজারেটর দোকানে মেকানিক হিসেবে কাজ করতেন।

নিহতের চাচাতো ভাই মো. রাজীব দ্য রিপোর্টকে জানায়, ওই দোকানের ফ্রিজের যন্ত্রপাতি কেনার জন্য সাইকেলযোগে তিনি গুলিস্তানে আসেন। সে সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৫টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকসানা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এমএআর/সা/জানুয়ারি ৩০, ২০১৪)