ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক ৬ ফেব্রুয়ারি
দ্য রিপোর্ট প্রতিবেদক : ৬ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন নিয়ে সকল জেলা প্রশাসক (ডিসি), জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা পুলিশ সুপার (এসপি) ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন।
উপজেলা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বেলা ১১টায় এনইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উপজেলা নির্বাচনকে শান্তিপূর্ণ করা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা পুলিশ সুপার ও রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠক করবে কমিশন। সেই অনুযায়ী বৃহস্পতিবার কমিশন থেকে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএস/এসবি/সা/জানুয়ারি ৩০, ২০১৪)