আগুনে পুড়ে গেছে ১৪ দোকান-ঘর
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে ১৪টি দোকান এবং বসতঘর পুড়ে গেছে। বুধবার ভোরে এবং মঙ্গলবার রাতে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এবং জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাটে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস বিভাগীয় কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বাকলিয়া থানার রাহাত্তারপুল হামিদ আলী মিস্ত্রির বাড়িতে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে কালুরঘাট, চন্দনপুরা, লামার বাজার ও আগ্রাবাদ স্টেশন থেকে চার ইউনিটের সাতটি গাড়ি পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন কবির দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আগুনে আটজন মালিকের ৮টি বসতঘর কাঁচা ও সেমিপাকা সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এদিকে, এর আগে মঙ্গলবার রাতে পূর্ব কালুরঘাট টোল অফিসের সামনের অগ্নিকাণ্ডে ৬টি বিভিন্ন দোকান পুড়ে গেছে। এর মধ্যে মো. কাজীম উদ্দীনের কাজী ডেকোরেটর্স, নেজাম উদ্দীনের ফলের দোকান, মো. শফি সও. ও মো. হাসানের ডির্পাটমেন্টাল স্টোর, আলাউদ্দীনের জেনারেটেরের দোকান, মো. জসিম সও. মেকানিকের দোকান রয়েছে।
(দ্য রিপোর্ট/এসবি/এম/জানুয়ারি ২০, ২০১৬)