দ্য রিপোর্ট প্রতিবেদক : সুদের হার হ্রাস করার বিষয়ে কোনো দিক-নির্দেশনা না থাকায় ঘোষিত মুদ্রানীতির সমালোচনা করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৃহস্পতিবার এফবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিযোগী বেশির ভাগ দেশের ঋণের সুদের হার বাংলাদেশের চেয়ে কম। ফলে ওই সব দেশের ব্যবসায়ীরা প্রতিযোগিতায় বাংলাদেশের ব্যবসায়ীদের চেয়ে এগিয়ে যাচ্ছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এফবিসিসিআই’র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সুদের হার বেশি হলে বিনিয়োগ কম হবে। ফলে জনবহুল এ দেশে কাঙ্ক্ষিত কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন হবে না। প্রবৃদ্ধির ধারাও ব্যাহত হবে। বর্তমানে উচ্চ সুদের পাশাপাশি ব্যাংকসমূহ বিভিন্ন ক্যাটাগরিতে সমন্বয়হীনভাবে ব্যাংক চার্জ আদায় করছে যা ব্যবসায়ীক ব্যয় বাড়িয়ে দিচ্ছে। এতে বিশ্ববাজারে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়েছে। বিনিয়োগের স্বার্থে সকল খাতের ব্যাংক ঋণের সুদের স্প্রেড ৩ শতাংশে নামিয়ে আনা প্রয়োজন বলে মনে করে এফবিসিসিআই ।

পাশাপাশি বিনিময় হার স্থিতিশীল রাখার উপরও নজর দেওয়া প্রয়োজন বলে মনে করে এফবিসিসিআই। সেই সঙ্গে অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধির ধারাকে আরও গতিশীল এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার দিকে লক্ষ্য রেখে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ভারসাম্যপূর্ণ এ মুদ্রানীতিকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই।

একই সঙ্গে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সহজ শর্তে পর্যাপ্ত ঋণ যোগানে বিশেষ নজর দেওয়া এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগ নিশ্চিত করতে ব্যাংকসমূহকে খাতভিত্তিক ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার জন্য আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। এ ছাড়া ঋণ বিতরণে গুণগত মানের প্রতি বেশি নজর দেওয়ার পাশাপাশি মনিটরিং ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে এফবিসিসিআই।

(দ্য রিপোর্ট/এআই/ডব্লিউএন/সা/জানুয়ারি ৩০, ২০১৪)