দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় ক্রিকেট লিগের প্রথম ম্যাচে রকিবুল হাসানের অনবদ্য সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ঢাকা বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও রংপুর বিভাগের খেলা অনুষ্ঠিত হয়েছে। রকিবুলের (১৫৪*) ছাড়াও সেঞ্চুরি পেয়েছেন শুভাগত হোম (১০১*)। তাদের দু’জনের অপরাজিত সেঞ্চুরি সঙ্গে রনি তালুকদারের অর্ধশতক (৭৩) কল্যানণ প্রথম দিন শেষে শক্ত অবস্থানে ঢাকা বিভাগ। দিনশেষে তাদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রান।

বাংলাদেশের সেরা পেসার মাশরাফি জাতীয় লিগে খুলনা বিভাগের হয়ে খেলছেন। তার প্রতিপক্ষ বরিশাল বিভাগ। খুলনার আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং নেওয়া খুলনা দিনশেষে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৫২ রান। খুলনা বিভাগের তিন ব্যাটসম্যান রবিউল ইসলাম রবি (৫১*),আনামুল হক (৫৫*) ও তুষার ইমরান (৬১) হাফসেঞ্চুরিতে ২৫২ রানের স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছে। বরিশাল বিভাগের হয়ে খেলা ফজলে রাব্বি ৩ উইকেট নিয়ে খুলনার বিভাগের ব্যাটিং লাইনআপে কিছুটা ধস নামিয়েছেন।

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হওয়া চট্টগ্রাম বিভাগ ও ঢাকামেট্রোর ম্যাচে চট্টগ্রাম বিভাগের মোহাম্মদ মনিরুজ্জামানের ৪ উইকেট নেওয়া বোলিং তোপে পড়ে ২২১ রানেই থেমে গিয়েছে ঢাকা মেট্রোর ইনিংস। ঢাকার মেট্রোর হয়ে সর্বোচ্চ রান করেছেন সৈকত আলী (৫৬)। জবাবে দিনশেষে চট্টগ্রাম বিভাগ ৩ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করেছে।

রাজশাহী-সিলেট বিভাগের লড়াইয়ে এনামুল হক (জুনিয়র) ও আবু জায়েদের বোলিং তোপে পড়ে ২১৭ রানেই অলআউট হয়েছে রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন জুনায়েদ সিদ্দিকি। এনামুল হক ৪টি এবং আবু জায়েদ ৫টি উইকেট নিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরআই/এএস/ওআইসি/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)