ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়, এএসআই প্রত্যাহার
চট্টগ্রাম অফিস : ‘ক্রসফায়ার’র ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইপিজেড থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডল এএসআই এমদাদুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ কমিশনারকে দেওয়া লিখিত অভিযোগে সোলায়মান জানান, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বন্দর থানার কলসিদিঘীর পাড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. সোলায়মানের বাসায় যায় ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকপরা চার ব্যক্তি। তারা সোলায়মানকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে সাগর পাড়ে বেঁড়িবাধ এলাকায় নিয়ে যান। তার বিরুদ্ধে মাদক ও অবৈধ ব্যবসার অভিযোগ তুলে তিন লাখ টাকা দাবি করেন তারা। অন্যথায় ক্রসফায়ারের হুমকি দেন তারা। এতো টাকা দিতে অপারগতা জানালে প্রায় একঘণ্টা বেঁড়িবাধ ঘুরিয়ে ইপিজেড থানায় নিয়ে যাওয়া হয় সোলায়মানকে।
তিনি জানান, তাকে থানায় নিয়ে পুলিশ এক লাখ টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এতেও তিনি অপারগতা জানান। পরে বাধ্য হয়ে ৫০ হাজার টাকা দিতে রাজি হন। নিকট আত্মীয়কে ফোন করে প্রাথমিক ভাবে ১৫ হাজার টাকা দিলে গভীররাতে থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। থানা থেকে ছাড়া পেয়ে সোলায়মান বুধবার পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগে এ ঘটনা জানান।
এ ব্যাপারে সিএমপি কমিশনারের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন এএসআই’র বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে তাকে কর্মস্থলে থেকে প্রত্যাহারে নির্দেশ দিয়েছি। এ ব্যাপারে তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(দ্য রিপোর্ট/এমএম/এসবি/এনআই/জানুয়ারি ২২, ২০১৬)