স্বেচ্ছাসেবক নেতার হাত কেটে দিয়েছে যুবদল
সাভার সংবাদদাতা : সাভারে আমীর হোসেন সিরাজী নামের (৩০) স্বেচ্ছাসেবক দলের এক নেতার হাতের কব্জি ও পায়ের রগ কেটে দিয়েছে স্থানীয় যুবদলের নেতারা।
সাভারের হেমায়েতপুর এলাকার ঝাউচর গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত সিরাজীর তেতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ঝাউচর গ্রামের লিচু মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশসহ আহত হয় আরো সাতজন।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) দিপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, এ ঘটনায় কলাতিয়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমানসহ সাতজন আহত হন। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
আহত সিরাজীর ভাই কুরবান আলী জানান, তার ভাইয়ের সঙ্গে একই এলাকার যুবদল নেতা আনোয়ার হোসেন, জলিল, বিএনপি নেতা ইব্রাহীমের বেশ কিছু দিন ধরে ব্যবসায়ীক ও দলীয় কোন্দল চলে আসছিল। এ ছাড়াও সেচ্ছাসেবক দলের নেতা আমীর হোসেন সিরাজীর ভাগ্নে আবুল কাশেমকে বুধবার রাতে যুবদলের নেতাকর্মীরা মদ খেয়ে মারধর করে।
তিনি জানান, এ ঘটনার মিমাংসার জন্য বৃহস্পতিবার দুপুরে ঝাউচর এলাকায় একটি বিচারে উপস্থিত হলেই যুবদল নেতা ইব্রাহীম ও তার দলের লোকজন আমীর হোসেনকে কুপিয়ে জখম করেন। এক পর্যায়ে তারা বাজারের শত শত লোকের সামনে তার বামহাতের কব্জি ও পায়ের রগ কেটে দেয়।
সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমির হোসেন সিরাজী।
(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এসবি/জানুয়ারি ৩০, ২০১৪)