দ্য রিপোর্ট : জালিয়াতির অভিযোগে ব্যাংক অব আমেরিকাকে ২.১ বিলিয়ন ডলার জরিমানা করতে আদালতকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্রের সরকার। আদালতে জমা দেওয়া নথিতে বুধবার এ অনুরোধ করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর রয়টার্সের।

এর আগে বিচার বিভাগ ব্যাংকটিকে ৮৬৩.৬ মিলিয়ন ডলার জরিমানা করার সিদ্ধান্ত নেয়।

দেশটির জুরি বোর্ড দেশব্যাপী ত্রুটিপূর্ণ বন্ধকী ঋণ বিক্রির মাধ্যমে জালিয়াতির ব্যাপারে ব্যাংকটিকে দায়ী করে।

তবে এ ব্যাপারে ব্যাংকটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত বছরের ডিসেম্বরে এক শুনানিতে বিচারক দেশব্যাপী বন্ধকী ঋণ বিক্রির মাধ্যমে ক্ষতির ফলে কীভাবে জরিমানা করা যায় এ ব্যাপারে ব্যাংক অব আমেরিকা ও বিচার বিভাগকে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলেছিলেন।

২০০৮ সালের জুলাইয়ে ব্যাংক অব আমেরিকা ‘হাই স্পিড সুইম লেন’ নামে দেশব্যাপী বন্ধকী ঋণপত্র বিলি করে। ওই ঋণপত্রে বিশাল অঙ্কের ক্ষতি দেখানোর মাধ্যমে ব্যাংকটি অর্থ জালিয়াতি করেছে বলে অভিযোগ তুলেছে দেশটির সরকার।

(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ৩০, ২০১৪)