রাজধানীতে বোমা বিস্ফোরণে আহত ১

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর শাহবাগ কাঁটাবন মোড়ে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবক। রবিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার পরিদর্শক তদন্ত আব্দুল জলিল জানান, বোমার বিস্ফোরণে আনোয়ার গুরুতর আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিজের কাছে রাখা বোমা বিস্ফোরণেই তিনি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী এক চা দোকানদার জানান, সকাল ১১টার সময় একজন আমার কাছে চা খেতে চেয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। এমন সময় বিকট শব্দে বোমার বিস্ফোরণ হয়। পরে তাকিয়ে দেখি লোকটি মাটিতে পড়ে আছে।
আনোয়ার হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার আফতাবপুর গ্রামে। বর্তমানে তিনি রামপুরায় থাকেন।
(দিরিপোর্ট২৪/এস/এফএস/জেএম/নভেম্বর ০৩, ২০১৩)