রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ধিত ফি প্রত্যাহার ও বিভিন্ন বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে শনিবার থেকে লাগাতার ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে বৃহস্পতিবার দুপুর ২টার সময় ধর্মঘট কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীদের দাবি পূরন না হওয়া পর্যন্ত শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়।

এর আগে, বৃহস্পতিবার পূর্বঘোষিত ধর্মঘট পালন করতে সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পাসে অবস্থান নেয়। ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের কোনও বিভাগে ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

‘বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ’ এই ব্যানারে বেলা ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন অবরোধ করে সমাবেশ শুরু করে।

সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষর্থীরা বক্তব্য দেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীদের অবস্থনের কারণে প্রায় তিন ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।

এদিকে, বেলা ১২টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল তাদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মিজান উদ্দিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। বৈঠক ফলপ্রসু না হওয়ায় শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শনিবার থেকে লাগাতার ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

(দ্য রিপোর্ট/এমএএ/এমএআর/জানুয়ারি ৩০, ২০১৪)