দ্য রিপোর্ট প্রতিবেদক : সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের লক্ষে সংসদ সদস্যদের দল বা জোটে থাকার বিষয়টি নিশ্চিত করে জানাতে সংসদ সদস্যদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক স্বাক্ষরিত এ চিঠি সংসদ সদস্যদের বরাবরে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, আপনি অবহিত আছেন যে, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন অনুষ্ঠানের নিমিত্তে সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে রাজনৈতিক দল ও জোটের মধ্যে আসন বন্টনের জন্য সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল বা জোটওয়ারী সদস্যদের পৃথক তালিকা করার বিধান রয়েছে। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ৩(১) ধারা অনুসারে সংসদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার ত্রিশ কার্য দিবসের মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক সাধারণ আসনের নির্বাচিত সংসদ সদস্যদের রাজনৈতিক দল বা জোটওয়ারী সদস্যদের পৃথক পৃথক তালিকা প্রস্তুত করতে হবে।

চিঠিতে বলা হয়, ‘আইনের উল্লিখিত বিধান অনুযায়ী সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের উদ্দেশ্যে আপনি কোন দল বা জোটের সাথে বা নির্দলীয় সদস্যদের নিয়ে পৃথক জোট গঠন করেছেন কি না অথবা আপনি কোনো রাজনৈতিক দল বা জোটে যোগদান করেছেন কি না তা আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করতে বিশেষভাবে অনুরোধ করছি।’

(দ্য রিপোর্ট/এমএস/জেএম/জানুয়ারি ৩০, ২০১৪)