চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় টেম্পুচালক নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় মিনিবাসের সঙ্গে সংঘর্ষে সৈয়দ হোসেন শফিক (২৫) নামে এক টেম্পুচালক নিহত হয়েছেন।
বাকলিয়া থানার রাজাখালী এলাকায় রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রায় একই সময় কর্ণফুলী থানা এলাকার শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে কারখানার শ্রমিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ২৫ জন আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টায় রাজাখালীর জিন্নাত ফ্যাশন নামে একটি পোশাক কারখানার সামনে মিনিবাস ও টেম্পুর সংঘর্ষ কারখানার তিন শ্রমিকসহ টেম্পুচালক সৈয়দ হোসেন শফিক গুরুতর আহত হন। আহত শফিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তার মৃত্যু হয়।
একই সময় শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে টোলবক্স এলাকায় পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২৫ শ্রমিক আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এএসআই পঙ্কজ বড়ুয়া। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
(দ্য রিপোর্ট/একেএ/এনডিএস/সা/জানুয়ারি ২৪, ২০১৬)